ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দাও শ্রমের দাম | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মে ১, ২০১৮
দাও শ্রমের দাম | বাসুদেব খাস্তগীর প্রতীকী ছবি

শ্রমিকের ঘামে
পৃথিবীতে নামে
সুখ অনাবিল
শ্রমিকরা আনে
মুক্তির গানে
খুশি ঝিলমিল।

ওরা কাজ করে
সভ্যতা গড়ে
কথা আছে জানা
শ্রমিকের হাতে
দিন আর রাতে
চলে কারখানা।

শ্রমিকরা আছে
দেশ তাই বাঁচে
আমরাও বাঁচি
অধিকারে তার
বলি বারবার
সকলেই আছি।

পাশে তাকালেই
খুঁজে পাবে এই
শ্রমিকের ঘাম
নয় হেলাফেলা
নয় অবহেলা
দাও তার দাম।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ০১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।