ঘড়িতে সময় সকাল ১০টা। রাজধানীয় বিজয় সরণী মোড়ে যানজট লেগেই আছে।
এই প্রতীকি ফুল বিক্রির মাধ্যমে শিশুদের জন্য তহবিল সংগ্রহ করছে ‘জাগো ফাউন্ডেশন’। আর হলুদ টি-শার্ট পরিহিতরা রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। শিশুদের জন্য কাজ করার প্রত্যয়ে যারা এই উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।
বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও এই উদ্যোগ নিয়েছে জাগো ফাউন্ডেশন। এই উদ্যোগে রয়েছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সারাদেশে দিবসটি সম্পর্কে ইশতেহার বিলি, শিশুদের জন্য তহবিল সংগ্রহসহ বেশ কিছু কর্মসূচি।
দেশের ১০টি জেলার সাত হাজার স্বেচ্ছাসেবক ওই কর্মসূচিতে অংশ নিয়েছে।
রাজধানীতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, শাহবাগ মোড়, বিজয় সরণী মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজধানীর ২০টি এলাকায় সংগঠনটির প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশ নেয়।
এছাড়া কর্মসূচির অংশ হিসেবে বিনোদনের জন্য এক হাজার কর্মজীবী শিশুকে নিয়ে যাওয়া হয় ওয়ান্ডারল্যান্ডে। সুবিধাবঞ্চিত এসব শিশুরা যাতে কিছু সময় আনন্দে কাটাতে পারে এজন্য জাগো ফাউন্ডেশনের এ আয়োজন বলে ইচ্ছেঘুড়িকে জানিয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১১