কাকটি ভাবলো রাজহাঁসের সুন্দর সাদা পালকগুলি পানিতে সাঁতার কাটার সময় নিশ্চয় রং ছড়ায়। মানে সাদা রং হয়তো সাঁতার কাটার সময় ওই পানিতে ধুয়ে যায়।
কাকটি লেকের পাশে তাই তার বসতিও গড়ে তুলতো। চেষ্টা করতে থাকলো রাজহাঁসের মতো হয়ে ওঠার। প্রতিদিন সে পানিতে নিজের কালো পালক ভিজিয়ে ভিজিয়ে সাদা করার চেষ্টা করতে থাকলো। কিন্তু কিছুতেই কালো পালকের রং পরিবর্তন হলো না। একসময় কাকটি খাদ্যাভাবে এভাবেই মৃত্যুমুখে পতিত হলো।
শিক্ষণীয় বিষয়: অভ্যাস পরিবর্তন প্রকৃতিকে পরিবর্তন করতে পারে না।
অনুবাদ: ইচ্ছেঘুড়ি ডেস্ক
বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এএ