মালগাড়ির দিকে চেয়ে রইলেন আর কিছুই করতে পারছিলেন না। শুধু উঁচু গলায় কান্না করছিলেন।
বলতে লাগলেন- হারকিউলিস। এসো আমাকে সাহায্য করো। মালগাড়ি চালকের এমন কান্না দেখে হাজির হলো হারকিউলিস।
তারপর হারকিউলিস মালগাড়ি চালককে বললো- তোমার কাঁধে চাকা দুটো তুলে নাও, প্রিয়।
এরপর গর্ত থেকে নিজেই চাকা তুললেন মালগাড়ি চালক।
তখন হারকিউলিস বললো- তোমার ষাঁড়কে বিরক্ত করবে না। আর কখনোই আমার কাছে সাহায্য চাইবে না। যতক্ষণ না তুমি নিজে কাজটা করতে না পারো। নইলে তোমার প্রার্থনা বৃথাই হবে।
শিক্ষণীয় বিষয়: আত্মনির্ভরতাই বড় গুণ
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এএইচ/এএ