কিন্তু ওই পানির পাত্রটি আঁকানো ছিল একটি সাইনবোর্ডে। এমনভাবে আঁকানো যে সহজে বোঝার কোনো উপায়ই ছিল না।
পায়রাটি আঁকানো পানির পাত্র দেখেই সাইনবোর্ডের দিকে উড়ে যাওয়া শুরু করলো। এ সময় খুব দ্রুত তার পাখাও ঝাপটাচ্ছিল।
এরপর অনিচ্ছাকৃতভাবেই পায়রাটি সাইনবোর্ডের সঙ্গে খুব জোরে ধাক্কা খেলো। প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে পড়ে গেলো নিচে। এতে পাখাও ভেঙে গেলো পায়রাটির। মাটিতে শুয়ে কাতরানো শুরু করলে সে।
এরপর একজন মানুষ পায়রাটিকে ধরে নিয়ে গেলো।
শিক্ষণীয় বিষয়: আবেগ নয়, বিচক্ষণতা দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এএইচ/এএ