ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আবু আফজাল সালেহ’র হেমন্ত ও অন্যান্য ছড়া

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
আবু আফজাল সালেহ’র হেমন্ত ও অন্যান্য ছড়া প্রতীকী ছবি

নবান্ন
খেজুর গুড়ে আখের রসে
অলি-মাছি ওড়ে
গাছ থেকে ধান ছাড়াতে 
কৃষাণ ওঠে ভোরে।

ঢেঁকির শব্দে মুখরিত
গোটা পাড়া-গাঁয়ে
পিঠা-পায়েস বানাতে তোড়
মাসি-পিসি-মায়ে।
চারিদিকে যেন ম ম
জানান দেয় নবান্ন
পিঠা-পায়েস খেজুর-রসে
সুবাস ছড়ায় অন্ন।


এসেছে নবান্ন
হেমন্ত চারিদিকে
ভরে সুবাস-সুঘ্রাণে
নতুন ধানে পিঠা-পায়েস
উৎসব যে অঘ্রাণে।
খেজুর-রস লাল-গুড়ে 
পাটালি আর অন্ন
মধু ভরা গন্ধে ভরা
এসেছে নবান্ন।  

ফড়িং নাচ
ফড়িং নাচে তা ধিনা ধিন
মামদো ভূতের বনে,
দুটো ফড়িং খেলা করে
তুষি-মণির সনে।

রং-বেরঙের ফড়িং দেখে
পরি-পুষি আসে,
মায়ের কোলে ছোট্ট সোনা
খলখলিয়ে হাসে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।