ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বীরের স্বদেশ ফেরা | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
বীরের স্বদেশ ফেরা | বাসুদেব খাস্তগীর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন/ছবি: সংগৃহীত

দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে
এলো স্বাধীনতা
গল্প কথার নয় সে কথা
নিঠুর বাস্তবতা।

ইতিহাসের নায়ক যিনি
আমরা চিনি তাকে
স্বপ্ন সুখের হাজার ছবি
আঁকেন বাঁকে বাঁকে।
তার নির্দেশে মুক্তিযুদ্ধ
সোনার বাংলাদেশে
সেই মাটিতে পা পড়ে তার
দিগ্বিজয়ীর বেশে।


পাক সেনারা বন্দি করে
রাখেন কারাগারে
তাই বলে কি বাঙালিরা
হারার আগে হারে?
তার প্রেরণা নির্দেশনা
যুদ্ধে আনে জয়
আসে নতুন আলোর প্রভাত
দূর করে সব ভয়।
সেই জয়েরই মহানায়ক
আসেন দেশে ফিরে
স্বপ্ন হাজার অংকিত হয়
তাকেই ঘিরে ঘিরে।
কী এক আবেগ ছিলো সেদিন
ভাসছিলো চোখ জলে
মুক্ত হয়ে স্বদেশ ফিরেন
মৃত্যু পায়ে দলে।
সেদিন ছিলো বাহাত্তরের
দশই জানুয়ারি
বঙ্গবন্ধুর ফেরার দিনটা
ভুলতে কি আর পারি?

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।