এর সহজ উত্তর জানিয়ে দেবে বিজ্ঞান। সাধারণত লোহা পানিতে ফেলামাত্র ডুবে যায়, কারণ পানির চেয়ে লোহা ভারী।
লোহা দিয়ে তৈরি জাহাজ পানির উপর ভেসে থাকে, কারণ তার ভেতরটা ফাঁপা রেখে তৈরি করা হয়। আর জাহাজ এমন আকৃতির তৈরি করা হয় যা প্রচুর পরিমাণে পানি অপসারণ করে সেই আকৃতির স্থান দখল করতে পারে।
জাহাজ যখন ভাসে তখন তার ওজন ডুবে থাকা অংশের মাধ্যমে অপসারিত পানির ওজনের সমান হয়। বাকি অংশ উপরে থাকে যা ডোবে না।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এএ