ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পরীক্ষার রাতে | আবু আফজাল সালেহ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
পরীক্ষার রাতে | আবু আফজাল সালেহ প্রতীকী ছবি

আমার গাঁয়ে বাগান বাড়ি
আকাশমুখো তালের সারি
পাতার ডগায় বাবুই বাসা-
ঝুলছে যে,

ফোঁকড় দিয়ে পাখির ছানা
মুখ বেরিয়ে দিচ্ছে হানা
ঝিরবাতাসে এদিকওদিক –
দুলছে যে!
দোলদুলানি বাবুয়ের ডাক
জ্যাঠা মশায় যে দিচ্ছে হাঁক-
'বাইরের দিকে আর যেয়ো না
লাঠি হাতে দাঁড়িয়ে মা'-
ঠিক দোরে,
কাল পরীক্ষা জানবে না তা?
অঙ্ক কষো পড়ো নামতা
প্রস্তুতি নাও পরীক্ষা তো
খুব ভোরে!

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।