খাঁ খাঁ পথে চোখের পলক
চিকিমিকি সাজে।
গা ঝরিয়ে মিতু ভুতু
শরীর করে কুতু কুতু
দরদরিয়া ঘামে,
ঝড় বাতাসে নারী-পুরুষ
পথ আটকিয়ে করে বেহুঁশ
ধুলোবালির খামে।
বলতে পারো শিয়ালমামা,
খবর তোমার সবই জানা,
চৈত্র শেষ গ্রীষ্মে যেন
রুদ্রমূর্তি ধরে কেন?
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এএ