আকাশতলায় তারার মেলা
ফেরেশতাদের হাট
রঙিন ডালায় পসরা সাজাই
সর্ষে-মসুর পাট।
জোছনা ভেলায় পৌঁছে গেলাম
চন্দ্রপুরের ঘাট
চাঁদের কোলে নেই ভেদাভেদ
গোলাম সাহেব লাট।
চলার পথে হঠাৎ বায়ে
ফুল বিছানো খাট
এই বিছানায় আসবে নাকি
অজ্ঞাত সম্রাট !
সঙ্গেতো নেই পয়সা কড়ি
শূন্য আমার গাঁট
চন্দ্রপুরে চালায় আমার
স্বপ্নেরা লুটপাট. . .।