ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জানা-অজানা

হিমবাহ কাকে বলে?

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
হিমবাহ কাকে বলে? হিমবাহ

হিমবাহ মানে তুষারের নদী। তুষার হলো হালকা বরফ যা গ্রীষ্মকালেও সেভাবে গলে না। তুষারের নদী চিরকাল টিকে থাকে। বিশ্বের যে কোনো পাহাড়ের গায়েই হিমবাহ থাকতে পারে। যেমন আল্পস পর্বতে রয়েছে প্রায় ১২শ হিমবাহ।

তুষারপাতের সময় পাহাড়ের উপর যে তুষার ঝরে পড়ে তা পাহাড়ের গায়েই আটকে জমতে থাকে। এক সময় নিচের তুষারের ফাঁক থেকে সব বাতাস বের হয়ে গিয়ে সে তুষার হয়ে যায় জমাট কঠিন বরফ।

 

সেই বরফের উপর যখন আরও তুষার পড়তে থাকে তখন নিচের বরফ তার ভার বহন করতে পারে না। তখন পাহাড়ের ঢালু গা বেয়ে নামতে থাকে। নিচের দিকে নামার পথ যদি পাহাড়ের পরিচিত পথ হয় তাহলে সব ভালো।

তুষার ধসহিমবাহ হয় কোনো নদীকে স্রোতস্বিনী করে তোলে নতুবা নিচের কিছুটা উত্তপ্ত আবহাওয়ায় গলে গিয়ে নতুন নিজেই ছোটখাটো নদীতে পরিণত হয়। আর যদি পথ অজানা হয় তাহলে নামার পথে হিমবাহ সবকিছু ধ্বংস করে দিয়ে যায়। একে পর্বতারোহীদের ভাষায় বলে অ্যাভালাঞ্চ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।