কাক রেগে কয় কাকা
দাও না কিছু টাকা
থাকবো না আর এই শহরে
চলেই যাবো ঢাকা।
যায় না হেথায় থাকা
কিচ্ছুটি নেই দেখার মতো
এক্কেবারে ফাঁকা।
বললো বিড়াল রামা
একটু দাঁড়াও মামা
আমিও যাবো তোমার সাথে
পরে লাল জামা।
সঙ্গে নেবো ধামা
ধামায় করে আনবো কিনে
যা যা খ্যাতনামা।
সেদিন এক ফাঁকে
বিড়াল এবং কাকে
ঢাকায় গিয়ে পড়লো জ্যামে
গুলিস্তানের বাঁকে।
আর কি ওরা থাকে?
সেদিন থেকে করলো আপন
নিজের শহরটাকে।