ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈশপের গল্প

বিচারবুদ্ধিহীন তৃষ্ণার্ত কবুতর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
বিচারবুদ্ধিহীন তৃষ্ণার্ত কবুতর ছবি: প্রতীকী

একবার একটি কবুতরের প্রচণ্ড পিপাসা পেলো। হন্যে হয়ে সে পানি খুঁজতে শুরু করলো। এমন সময় একটু দূরে সে একটি বড় সাইনবোর্ড দেখতে পেলো। তাতে পানিভর্তি একটি কলসির ছবি আঁকা ছিল। 

ছবিটি দেখে কবুতরটি ভাবলো সেটি একটি সত্যিকার পানিভর্তি কলসি। কোনো কিছু না ভেবেই সজোরে ডানা ঝাপটে সাইনবোর্ডটির দিকে উড়তে শুরু করলো সে।

তারপর হঠাৎ ভীষণ জোরে ধাক্কা খেলো শক্ত সাইনবোর্ডের সঙ্গে। এতে ভেঙে গেলো কবুতরটির ডানা। আর উড়তে না পেরে, সে মাটিতে পড়ে গেলো।  

শিক্ষণীয় বিষয়: অতিউৎসাহে বিচারবুদ্ধি হারিয়ে ফেলা উচিত নয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এফএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।