দুই ভাইবোন চিচিঙ্গে এবং ফুলুরি পড়তে বসেছে। ক্লাসের পড়া মুখস্থ করছে তারা।
চিচিঙ্গে : তুই কি পড়ছিস ফুলুরি?
ফুলুরি : দাদা , আমি বাবা ইংরেজি মুখস্থ করছি।
চিচিঙ্গে : বলতো বাবা ইংরেজি কি?
ফুলুরি : বাবা ইংরেজি হচ্ছে ফ্যাটহার...
চিচিঙ্গে : কি বললি ?
ফুলুরি : কেন ? এফ (F) এ (A) টি (T) ফ্যাট(FAT)। এইচ (H) ই (E) আর (R) হার (HER)। বাবা, ইংরেজি ফ্যাটহার (FATHER)।