ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাংলানিউজ মহাকাশ উৎসবের নিবন্ধন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১
বাংলানিউজ মহাকাশ উৎসবের নিবন্ধন শুরু

ঢাকা: দেশের সবচেয়ে সক্রিয় নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম মহাকাশ উৎসবের আয়োজন করছে। আগামী ২ ফেব্রুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে।



এতে সহযোগিতা করবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।

উৎসবে টেলিস্কোপের মাধ্যমে শনি ও বৃহস্পতি গ্রহ দেখানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে দেখা যাবে চাঁদের উঁচু-নিচু বিস্তীর্ণ পৃষ্ঠদেশ।

রাজধানীর বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন প্রাঙ্গণে ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১০টা পর্যন্ত এই উৎসব থাকবে সবার জন্য উন্মুক্ত। তবে অংশগ্রহণের জন্য অবশ্যই নিবন্ধন করতে হবে।

উৎসবের সমন্বয়কারি হিসেবে রয়েছেন `ইচ্ছেঘুড়ি`র বিভাগীয় সম্পাদক আরিফুল ইসলাম আরমান ও ব্লগ এডিটর শেরিফ আল সায়ার।


বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।