ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একুশের গুচ্ছছড়া | আবু আফজাল সালেহ 

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
একুশের গুচ্ছছড়া | আবু আফজাল সালেহ 

বর্ণমালা 
ডানে বামে ওড়ে দেখো 
বর্ণমালার বই 
অ আ ক খ এ ঐ ও ঔ 
পড়ছে দেখো সই। 

সালাম জব্বার শফিক 
জীবন করেন দান 
আমরা পাই মাতৃভাষা 
তাদেরই অবদান।

রক্তভেজা ভাষা 
ফেব্রুয়ারির একুশ তারিখ 
খাকি চালায় গুলি 
বায়ান্নর সেই ভোরবেলাতে 
ছিটকে গেল খুলি।

 

ডাকে টিয়ে পলাশ বনে 
মায়ের ভাষায় বুলি 
তারই মাঝে হঠাৎ করেই
রক্তে ভেজে তুলি।

রক্তে কেনা একটি ভাষা 
নেইতো বিশ্বে অন্য 
বুঝে নিয়ে মায়ের ভাষা
তাইতো আমরা ধন্য।

একুশের শহীদ 
মায়ের ভাষা রাখতে গিয়ে 
ছিটকে গেল খুলি 
তরুণ স্বপ্ন লুটিয়ে দিতে 
চালিয়ে দিল গুলি।  

ফেব্রুয়ারির একুশ তারিখ 
সালাম রফিক ওহিদ 
শফিক জব্বার নাম না জানা 
তরুণ হলেন শহীদ।  

মায়ের বুকটা খালি হয়ে 
রক্তে হলো লাল 
সেই স্মৃতিটা ভাসিয়ে তোলে 
কৃষ্ণচূড়ার ডাল।

বাংলাদেশের ছবি 
পলাশ বনে রক্ত আভায় 
কোকিল গলায় হার 
ভাষা আমার বেঁচে থাকার 
মুক্ত অধিকার।  
কৃষ্ণচূড়ার রঙিন দলে 
জ্বলে ওঠে রবি 
শালিক দোয়েল সবুজ টিয়ায় 
বাংলাদেশেরই ছবি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।