ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শ্রমিক তুমি | আলেক্স আলীম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ১, ২০২০
শ্রমিক তুমি | আলেক্স আলীম

শ্রমিক তুমি কেমন আছো
এই করোনার ঝুঁকিতে!
তুমি বুঝি পিংপং বল
পারবে এসব রুখিতে!

তোমার রক্ত তোমার মাংস
তোমার মেধা ঘাম।
সভ্যতাতে সবকিছু আজ 
ফলায় অবিরাম।


তবু তোমার ভাগ্য বদল
কেবল গল্প কথা!
মুনাফাখোর দেখাচ্ছে দাঁত
কোথায় মানবতা!
সবকিছুতো থেমে যাবে
ছাড়লে তুমি হাল!
তোমার কাছে সভ্যতা হোক
ঋণী চিরকাল।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ০১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।