মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে এগিয়ে যাচ্ছে শিশুরা। ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের মধ্যে শতকরা ৬১ জন শিশু এখন ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছে।
প্রতিদিন একজন শিশু গড়ে এক ঘণ্টারও বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করছে। আর মোবাইল ফোনের মাধ্যমেই তারা যুক্ত হচ্ছে ইন্টারনেটের সঙ্গে।
পাঁচ থেকে ১৬ বছর বয়সী দুই হাজার ৭৭০ জন শিশুর ওপর জরিপ চালিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি সংগঠন।
প্রতিবেদনে বলা হয়েছে, শিশু-কিশোররা ইন্টারনেট ব্যবহারের জন্য মোবাইল ফোন বেশি ব্যবহার করে। বর্তমানে যুক্তরাজ্যের মাধ্যমিক স্তরের তিন চতুর্থাংশ শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করছে।
শিশু-কিশোররা বিভিন্ন অনুসন্ধান, টেলিভিশন অনুষ্ঠানের সময়সূচি ও গণমাধ্যমের কাজে ইন্টারনেট ব্যবহার করছে। অনেক শিশু স্কুলে ভর্তি হওয়ার পূর্বেই মোবাইল ফোনের সংস্পর্শে আসছে। এমনকি রাতে ঘুমানোর সময় বিছানায় শুয়ে শতকরা ৩২ ভাগ শিশু মোবাইল ফোন ব্যবহার করে।
দেখা গেছে, টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখছে তারা। আবার অনেক শিশু স্কুল থেকে ফিরেই টেলিভিশনের সামনে বসে পড়ছে। টেলিভিশন দেখার মাধ্যমে নতুন নতুন সব তথ্য জানতে পারছে তারা।
জরপিকারীদের মতে, শিশুদের কাছে ফেসবুক এখন ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠছে। শতকরা ৫১ ভাগ শিশুই ফেসবুক ব্যবহার করছে।
গবেষণা প্রধান রোজম্যারি ডাফ বলেন, সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুরাও প্রযুক্তিমুখী হয়ে ওঠছে। একইভাবে বাসায় পড়াশোনার সময় তারা বই কিংবা ম্যাগাজিনের প্রচ্ছদ দেখতে খুবই পছন্দ করে।
বাংলাদশে সময়: ১৩৪২ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১২