শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী শিশু উৎসব। ব্যতিক্রমী এই উৎসবের আয়োজন করে শিশু-কিশোর সংগঠন ‘ফুটতে দাও ফুল’।
শুক্রবার উৎসবের শেষ দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিশু সাহিত্যিক আসাদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাইকেলের সামনের চাকা সরকারি দল আর পেছনের চাকা বিরোধীদল। ঠিক একটি গণতন্ত্রের মতো। দুই চাকার সমন্বয়ে যেমন সাইকেল এগিয়ে যায় সামনের দিকে, গণতন্ত্রও ঠিক তেমনই। কিন্তু আমাদের দেশের এই গণতন্ত্র নামের সাইকেলটি ঠিক উল্টো। এখানে সামনের চাকা সচল থাকলে পেছনের চাকা বিকল থাকে। এভাবে কি কোনো সাইকেল চলতে পারে?’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, কবি রণজিৎ নিয়োগী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাকন রেজা, ছড়াকার সিরাজুল ফরিদ, কবি রবিন পারভেজ, গল্পকার কাদের বাবু, নালিতাবাড়ি প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা। সভাপতিত্ব করেন কবি হাদিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তানজিল রিমন ও মনিকা আফরোজ।
উৎসবে শিশু সাহিত্যে অবদান রাখায় বৃহত্তর ময়মনসিংহের সাত শিশু সাহিত্যিককে ‘ফুটতে দাও ফুল সম্মাননা পদক ২০১১’ প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন- আলম তালুকদার, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, আনজীর লিটন, জাহাঙ্গীর আলম জাহান, জগলুল হায়দার, লুলু আব্দুর রহমান ও রইস মনরম।
বাংলাদেশ সময় : ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২