সবুজের গালিচায় শিশুমন
ভেসে যায়
- না, না ভাসে না
হেসে যায়
- না, না হাসে না
উড়ে যায়
সবুজের পরশে অভিমান
ঝরে যায়।
শিশুদের হৃদয়ে খুশিসব
খেলে যায়
- না, না খেলে না
মেলে যায়
- না, না মেলে না
দুলে যায়
সবুজের মাঝে মন একাকার
মিলে যায়।
শিশিরের মিছিলে মনটা যে
মজে যায়
- না, না মজে না
সেজে যায়
- না, না সাজে না
ভরে যায়
মিছিলের সাথে সাথে মনটাও
ঘুরে যায়
- না না, ঘুরে না
উড়ে যায়
প্রকৃত ঠিকানা
গড়ে যায়। ।