ফাগুন এলে শিমুল ফোটে
রক্তরাঙা রূপে
পলাশ ফুলের হাসি দেখে
মন থাকে না চুপে।
ফাগুন এলে উতল হাওয়ায়
দোলা লাগে মনে
কোকিল পাখি মেতে ওঠে
গানে সবুজ বনে।
ফাগুন এলে সালাম জব্বার
বরকত রফিক ভাই-
তাঁদের কথা মনে পড়ে
বাংলার গান গাই।
ফাগুন এলে বাংলা আমার
কী অপরূপ সাজে
ফাগুন আমার চেতনার নাম
গাঁথা মনের মাঝে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এএ