একুশে বইমেলা থেকে: যতই দিন যাচ্ছে অমর একুশে বইমেলায় শিশুদের ভিড় বেড়েই চলেছে। শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে মেলায় ঘুরে ঘুরে কিনছে মজার মজার আর পছন্দের সব বই।
প্রতিবারের মতো এবারের বইমেলাতেও শিশুদের জন্য আলাদা চত্বর তৈরি করেছে বাংলা একাডেমী। বইমেলার ২ নম্বর গেইটের পাশেই স্থাপন করা হয়েছে শিশু কর্নার।
শিশু কর্নারের স্টলগুলোতে রয়েছে শিশুদের জন্য মজার মজার সব বই। আর এখানে শিশুদের ভিড়ও চোখে পড়ার মতো। বন্ধুরা আর দেরি না করে আজই ঘুরে আসো শিশু কর্নার।
মেলার অষ্টম দিন বুধবার শিশু কর্নারে স্থাপিত স্টলগুলোর বিক্রেতা ও প্রকাশকদের সঙ্গে কথা বেল জানা গেল, গতবারের চেয়ে এবারের মেলায় অনেক বেশি বই বিক্রি হচ্ছে। আর শিশুদের জন্য অনেক নতুন নতুন বই প্রকাশিত হয়েছে।
বইমেলায় আসা মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বাংলানিউজকে বলে, ‘গত দুই বছর ধরে বন্ধুদের সঙ্গে আমি বইমেলায় আসছি। এবার আমি ৫টি বই কিনেছি। ঘুরে ঘুরে মেলা দেখছি। আরো বই কিনবো। ’
বাংলা একাডেমীর কর্মকর্তা ও শিশু সাহিত্যিক ইমরুল ইউসুফ ইচ্ছেঘুড়িকে জানান, শিশুদের জন্য শিগগিরই ‘শিশু প্রহর’ ঘোষণা করা হবে। ওইদিন মেলায় শুধু শিশুরা অভিভাবকদের সঙ্গে প্রবেশ করতে এবং বই কিনতে পারবে।
বন্ধুরা আর দেরি না করে আজই ঘুরে এসো অমর একুশে বইমেলা থেকে। আর কিনে নাও তথ্য, জ্ঞান আর বিনোদনের অকৃত্রিম বন্ধু মজার মজার সব বই।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১২