ঢাকা: ৫ জন বিশিষ্ট ব্যক্তিকে এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার-২০১১ প্রদান করা হয়েছে। পুরস্কার প্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের জন্য সারওয়ার উল ইসলাম, প্রচ্ছদ ও অলংকরণে ধ্রুব এষ, সাধারণ গদ্যে মোকারম হোসেন, ছড়া ও কবিতায় অরুণ শীল এবং গল্প-উপন্যাসে মাহবুব রেজা।
শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমীর মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় পুরস্কার হিসেবে প্রত্যেককে নগদ ১৫ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া চিত্রাঙ্কন ও বইপড়া প্রতিযোগিতায় বিজয়ী ১০৫ জনকে পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নুরুল কাদের দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। আর তার পরিবার ফাউন্ডেশন গঠন করে সেই কাজটি করছে। ছোট্ট শিশুদের জন্য এই ফাউন্ডেশন কাজ করছে। ’
ফাউন্ডেশনের চেয়ারপারসন রোকেয়া কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্টুনিস্ট রফিকুন নবী, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা হোসেইন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২