অমর একুশে বইমেলায় বরাবরের মত এবারও শিশুদের ভিড় রয়েছে। শিশুরা অভিভাবকদের সাথে মেলায় ঘুরে ঘুরে কিনছে তাদের পছন্দের বই।
শিশু কর্নারে বরাবরের মত এবারেও ভিড় জমেছে। এখানে শিশুদের অনেক মজার মজার বই পাওয়া যাচ্ছে। শিশু কর্নারের প্রকাশকদের দেখা গেল খুবই উচ্ছসিত। প্রকাশকরা জানান, গতবারের বইমেলার চেয়ে এবারে মেলায় বিক্রি খুব ভালো।
বন্ধুরা, যারা ডোরেমন পছন্দ কর তাদের বলছি শিশু কর্নারের প্রতিটি স্টলে পাওয়া যাচ্ছে ডোরেমনের বই।
টইটম্বুর প্রকাশনীর বিক্রিতা ইসতিয়াম ইচ্ছেঘুড়িকে জানান, পুরোন বইয়ের শিশুদের জন্য ৮টি নতুন বই প্রকাশ করেছে তারা।
বইমেলায় আসা স্কুল শিক্ষার্থী আল-আমিন জানায়, বইমেলায় এসে তার খুব ভালো লাগছে। তবে শিশু কর্নারের পরিধি আরও বড় করার দাবি জানিয়েছে সে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২