চুরি গেছে শরতের সাদা সাদা কাশ
চুরি গেছে সাদা মেঘ নীলচে আকাশ
চুরি গেছে হেমন্ত, পাকা পাকা ধান
চুরি গেছে নবান্ন - সুপুরী ও পান।
চুরি গেছে ঝরা পাতা শীতের ভাষা
চুরি গেছে পিঠে-পুলি, হিম কুয়াশা
চুরি গেছে বসন্ত - চুরি গেছে মন
চুরি গেছে পুস্পের কথোপকথন।
চুরি গেছে মিঠে রোদ - বর্ষার ঘোর
কালো মুখ মেঘবুবু অবলা বিজোড়!
চুরি গেছে ছয় ঋতু – উঠোনে সে ভীড়
আশাহত মেঠোপথ ফেটে চৌচির।
শিল্পের ধোঁয়া আর যন্ত্রের কল
সবুজের কারখানা করেছে বিকল
চুরি শুধু যায়নি তো কিশোরের মন
চুরি যাওয়া সবকিছু খোঁজে সে এখন ...।