এবার ই-বুক এবং অডিও আকারে আসছে জনপ্রিয় সিরিজ হ্যারি পটার। ওভারড্রাইভ নামের একটি প্রতিষ্ঠান পাবলিক স্কুল এবং গ্রন্থাগারের জন্য হ্যারি পটারের নতুন সংস্করণগুলো প্রকাশ করবে।
বিশ্বব্যাপী ১৮ হাজারেরও বেশি সংখ্যক পাবলিক স্কুল এবং লাইব্রেরির জন্য বিভিন্ন ভাষায় হ্যারি পটার সিরিজের বিভিন্ন বই ই-বুক ও অডিও আকারে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
প্রাথমিকভাবে ইংরেজি, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জার্মান ও স্প্যানিশ ভাষায় বইগুলোর অডিও সংস্করণ পাওয়া যাবে। পর্যায়ক্রমে অন্য ভাষায়ও বইগুলোর ই-বুক ও অডিও সংস্করণ তৈরি করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২