ও বাছাধন তোর কাঁচা মন
চিনতে পারিস গাছ,
তুই কি জানিস জলে থাকে
হরেক রকম মাছ?
জানবি না ক্যান, মনটা যে তোর
রঙমাখা আকাশ
ফুলগুলো সব ফুটলে আহা
চোখ মেলে তাকাস।
শিশির ভেজা ঘাসের বনে
হাঁটতে পারিস তুই
তোর মনের ওই রঙ আকাশে
ভাবছি গিয়ে শুই।
সবই পারিস, জিতিস হারিস
খুঁজিস কাশের বন
ভাবের দেশে ঘুরে খোকা
ফেরাস পাঠে মন। ।