একদিন এক পথিক দূরে কোথাও যাওয়ার জন্য একটি গাধা ভাড়া করলেন। সেদিন ছিল প্রচণ্ড গরম।
এদিকে, গাধার মালিকও তার সঙ্গেই যাচ্ছিলেন। অসহ্য গরমে ক্লান্ত হয়ে তিনিও গাধার ছায়ায় আশ্রয় নিতে চাইলেন।
কিন্তু ছায়ায় শুধু একজনই আশ্রয় নিতে পারবেন। কে আশ্রয় নেবে এ নিয়ে পথিক ও গাধার মালিক তর্ক-বিতর্কে জড়ালেন।
গাধার মালিক বললেন, আমি গাধা ভাড়া দিয়েছি, কিন্তু গাধার ছায়া ভাড়া দেইনি। অন্যদিকে পথিক বললেন, আমি গাধা ভাড়া করেছি, তার মানে গাধার ছায়াও আমার।
তর্ক-বিতর্কের এক পর্যায়ে দু’জনে লড়াই শুরু করলেন। এই সুযোগে গাধা গেলো দৌড়ে পালিয়ে।
শিক্ষণীয় বিষয়: তুচ্ছ বস্তু নিয়ে লড়াই করতে করতে আমরা অনেক সময় মূল বস্তুই হারিয়ে ফেলি।
বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এনএইচআর