ঢাকা: বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গনে বৃহস্পতিবার শুরু হয়েছে শিশু বইমেলা। ১২ দিনব্যাপি এই মেলা প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
‘পড়বো যতো জানবো ততো, বন্ধু নাই বইয়ের মতো’ স্লোগানে শুরু হওয়া এবারের বইমেলায় অংশগ্রহণ করছে দেশের প্রায় ৮৭টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান।
বিকেলে মেলার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ড. মুনতাসীর মামুন।
প্রধান অতিথির বক্তব্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৭ মার্চ জাতির জনকের জন্মদিন। এই দিনে শিশুদের নিয়ে নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে বাংলাদেশ শিশু একাডেমীর বইমেলা অন্যতম। আগামীতে সারাদেশে শিশুদের জন্য এরকম বইমেলার আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান যুগে জ্ঞান আহরণের অনেক ক্ষেত্র আছে। তার মধ্যে বই পড়া অন্যতম। একজন শিশুকে ভালভাবে বড় হতে হলে তাকে অবশ্যই বই পড়তে হবে।
শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, তোমাদের জন্য বঙ্গবন্ধুর ২৫ খ-ের স্মারক গ্রন্থ বের হচ্ছে। এর ১০ খ- ইতোমধ্যে তৈরি হয়েছে। আগামী ১৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় এই স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন। এরপরেই শিশু একাডেমীতে এই স্মারক গ্রন্থ পাওয়া যাবে।
তিনি শিশুদের এই স্মারক গ্রন্থ পড়ার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মুনতাসীর মামুন শিশুদের উদ্দেশ্য বলেন, তোমরা যদি লেখক, মন্ত্রী, সাংবাদিক, কলামিষ্ট, শিক্ষক ইত্যাদি হতে চাও তাহলে তোমাদের অবশ্যই বই পড়তে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমির পরিচালক ফাল্গুনী হামিদ। সবশেষে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
মেলার প্রথম দিনে শিশুদের আনন্দ দিতে প্রধান আকর্ষন হিসেবে ছিলো জনপ্রিয় টিভি অনুষ্ঠান সিসিমপুরের হালুম ও টুকটুকি। এছাড়া স্টল গুলোতেও ছিলো শিশুদের নিয়ে নানা আয়োজন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি