স্বাধীন দেশে জন্ম আমার
গর্ব করি তাই
হাজার কষ্টে মনের দুঃখ
আমি ভুলে যাই।
ভক্তি করি তাঁদের আমি
স্বাধীন করল যাঁরা
বাংলা মায়ের দামাল ছেলে
হীরে পান্না তাঁরা।
বুকের তাজা রক্ত দিয়ে
সবুজ করল লালে
স্বাধীনতা পেলাম আমরা
একাত্তরের সালে। ।
স্বাধীন দেশে জন্ম আমার
গর্ব করি তাই
হাজার কষ্টে মনের দুঃখ
আমি ভুলে যাই।
ভক্তি করি তাঁদের আমি
স্বাধীন করল যাঁরা
বাংলা মায়ের দামাল ছেলে
হীরে পান্না তাঁরা।