স্বাধীনতার ভাষণ শুনে
বীর বাঙালি জাগে
খানসেনারা জীবন নিয়ে
নতশিরে ভাগে।
বন্দিশালার তালা ভেঙে
স্বাধীন হয়ে আগে
শত্রুসেনা করতে খতম
লাল সবুজে জাগে।
খামছে ধরে স্বাধীনতায়
পাকিস্তানি নাগে
নাগের মাথা কামড়ে দিলো
স্বাধীন বাংলার বাঘে।
স্বাধীনতার এক ভাষণে
পাক-এ শাসন ছাড়ে
সারাবিশ্বে চিনলো তখন
আমার বাংলা মারে।