ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 

ফরিদপুর: ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলে মিলন চৌধুরীকে (২৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে জমি লিখে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা হারুন অর রশীদ চৌধুরীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ছেলে মিলন চৌধুরী। আহত হারুন অর রশীদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মা হালিমা বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় ছেলের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।  

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।