ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পুলিশকে ফাঁকি দিয়ে এজলাস থেকে পালালেন জাল টাকা মামলার আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
পুলিশকে ফাঁকি দিয়ে এজলাস থেকে পালালেন জাল টাকা মামলার আসামি

নরসিংদী: পুলিশকে ফাঁকি দিয়ে আদালতের এজলাস থেকে পালিয়ে গেছেন নজরুল ইসলাম নামে জাল টাকা মামলার এক আসামি।  

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে নরসিংদীতে যুগ্ম জেলা জজ ১ম আদালতে এই ঘটনা ঘটে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্নিবাণ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, পুলিশের হেফাজতে নেওয়ার আগেই এজলাসে ভিড়ের মধ্যে সুকৌশলে পালিয়েছে আসামি নজরুলকে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পালিয়ে যাওয়া আসামি নজরুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া থানার চরবাঘুয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নরসিংদীর মনোহরদী থানার জালনোট মামলার চার্জশিটভুক্ত ৫ নং আসামি।

পুলিশ জানায়, ২০০৯ সালের মনোহরদী থানার জাল নোট মামলার আসামি নজরুল ইসলাম জামিনে বের হয়ে ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।  

মামলার চার্জশিটভুক্ত আসামি নজরুল বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আদালতের  বিচারক নাহিদুর রহমান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  এ সময় এজলাসে ভিড়ের মধ্যে সুকৌশলে পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আসামি নজরুল।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।