ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

ধর্ষণের পর শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
ধর্ষণের পর শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণের পর শ্বাসরোধে শিশু হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

একই সঙ্গে এ মামলায় দুইজনকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- মো. নাজিম উদ্দিন ও খালাসপ্রাপ্তরা হলেন- মো. ইলিয়াছ মিয়া ও শাহ আলমর আলী। রায় ঘোষণার সময় নাজিম উদ্দিন পলাতক ছিলেন। এছাড়া মামলার বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ধর্ষণের পর শ্বাসরোধে শিশু হত্যা মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত।
 
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ জানুয়ারি সকালে রূপগঞ্জের বিরাব বাজার এলাকার ভিকটিম ১০ বছরের শিশু টেইলার্সের দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে ওই বছরের ১৪ জানুয়ারি বিকেলে রিবাব এলাকার বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, দুইজন আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

তবে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোবারক হোসেন সেলিম বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে যাবো।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।