ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

ঢাকা: প্রায় চার বছর আগে রাজধানীর মিরপুরে যৌতুকের জন্য রিভা নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী শাহীনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি শাহীন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।  

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম এ তথ্য জানান।

জানা যায়, দুই লাখ টাকা যৌতুক না দেওয়ায় স্ত্রী রিভাকে ২০১৯ সালের ৯ মে হত্যা করে শাহিন। এ ঘটনায় ভুক্তভোগীর মা সহিদা খাতুন বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ডিবি পুলিশের পরিদর্শক এম এ রাহী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আসামির নামে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার বিচার চলাকালে আদালত ২২ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।