ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় ওয়ার্ড কাউন্সিলর মিঠুসহ ৬ জন কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
খুলনায় ওয়ার্ড কাউন্সিলর মিঠুসহ ৬ জন কারাগারে

খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মিঠুসহ ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে খুলনার লবনচরা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও কর্মচারীকে মারধরের অভিযোগে মিঠুসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। লবনচরা থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, রোববার রাতে ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিঠুসহ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী মনিরের দোকানে উপস্থিত হন। এ সময়ে তারা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা চালায়। এরপর তারা দোকানের কর্মচারীকে মারধর করে। ব্যবসায়ী মনির কাউন্সিলর মিঠুর নামোল্লেখসহ আরও ৭ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন। র‌্যাবের সহায়তায় মিঠু, শামসু ও মজিবরকে গ্রেফতার করা হয়। পরে অন্য আসামি হারুন, টুটুল ও হযরতকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।