ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ইয়াবা পাচার মামলায় ৮ জনের ১০ বছর করে জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
ইয়াবা পাচার মামলায় ৮ জনের ১০ বছর করে জেল

কক্সবাজার: কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড  ও এক লাখ টাকা করে জরিমানা দিয়েছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেওয়া হয়।

 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার খুরুশকুল এলাকার মৃত আবদুল জলিলের ছেলে মো. রফিক, আনোয়ারা উপজেলার সরেঙ্গা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. কালু মাঝি, একই উপজেলার গহিরা এলামার ছালে আহমদের ছেলে মো. রফিক, দক্ষিণ সরেঙ্গা এলাকার মৃত কবির আহমদের ছেলে মো. হাসান, পূর্ব গহিরার মৃত মফজল আহমেদের ছেলে হাসমত আলী, মৃত খলিলুর রহমানের ছেলে নুরুল আলম আনোয়ারী, মৃত ইউসুফ আলীর ছেলে মো. নাসির ও মৃত আবদুল মান্নানের ছেলে মো. মজিবুল ইসলাম।

 কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, ২০১৮ সালের ৫ জানুয়ারি কক্সবাজার শহরের কলাতলীস্থ গভীর সাগর থেকে ৫ লাখ ইয়াবাসহ ৮ জনকে আটক করে র‌্যাব ৭ এর একটি দল। এ ঘটনায় র‌্যাব-৭ এর সদস্য বিজিবির নায়েব সুবেদার মো. জহির উদ্দিন বাবর বাদী হয়ে আটক ৮ জন ও একজন পলাতক আসামি দেখিয়ে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১০ মার্চ এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় দেওয়া হয়। রায় প্রদানকালে ৮ জন আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।