ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিজয়ী যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
মানিকগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিজয়ী যারা

মানিকগঞ্জ: ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে (২০২৩-২৪) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ মোট আটটি পদে বিজয়ী হয়েছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিজয়ী হয়েছে সাতটি পদে।

বুধবার (১ মার্চ) সকালের দিকে ওই সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মেহের উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।  

এতে জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. মেজবাউল হক মেজবা, সহ-সভাপতি পদে হেলাল উদ্দিন আহম্মেদ, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ শরীফুল হক রতন, পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ সেলিম হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ কে এম সেজান বখত, কার্যনির্বাহী সদস্য পদে মো. আব্দুল জলিল ও মো. সোলায়মান কবির।  

এদিকে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন সহ-সাধারণ সম্পাদক পদে মো. শহিদুল্লাহ, ক্রীড়া সম্পাদক পদে মো. হাসান সাঈদ, নিরীক্ষক পদে মোহাম্মদ গোলাম মোস্তফা, মো. মাহফুজুর রহমান মিটুল, কার্যনির্বাহী সদস্য পদে জেসমিন রহমান বিথী, মো. এহসান খান ও মো. শরিফুল ইসলাম।  

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৮৫ জন আইনজীবী। এদের মধ্যে ৫৫৬ জন ভোটার তাদের ভোট দেন। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সারা রাত ভোট গণনা শেষে বুধবার সকালে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মেহের উদ্দিন।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।