ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীকে হত্যার ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
স্ত্রীকে হত্যার ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আটক

ভোলা: স্ত্রীকে খুনের দায়ে মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী আলী উদ্দিন বাঘাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি ২১ বছর পালিয়ে ছিলেন।

শুক্রবার (৩ মার্চ) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৮ বরিশাল।

আটক আলীর বাড়ি বরিশালের হিজলা উপজেলার লেমুয়া গ্রামে। তবে পলাতক থেকে বর্তমানে ভোলা সদরের কন্দকপুর হ্রামে বসবাস করছিলেন। তার বাবার নাম রমিজ উদ্দিন বাঘা।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে আলী উদ্দিন বাঘাকে আটক করা হয়। স্ত্রীকে হত্যার পর ২১ বছর পালিয়ে ছিলেন আলী।

পারিবারিক কলহের জের ধরে ২০০১ সালের ১৯ মার্চ স্ত্রী রোকেয়াকে লাথি-কিল-ঘুষি মেরে হত্যা করে পালিয়ে যান আলী উদ্দিন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হিজলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৪ সালের দিকে আদালত আলীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। এরপর থেকে এ ঘাতক দীর্ঘ ২১ বছর পালিয়ে ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।