ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার আতিথা সাকিন এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে ফরিদুল রেজা ফরিদ (৫২) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।  

রোববার (১২ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফরিদুল রেজা সদর উপজেলার আতিথা সাকিন গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী সাংবাদিদের জানান, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে ফরিদুল রেজা তার স্ত্রী শামীমা আক্তারকে তার মেয়ে দীপার সামনে গলা কেটে হত্যা করে। পরবর্তীতে এ ঘটনায় গৃহবধূর ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুল আসামি করে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। রায় প্রদানের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

উক্ত মামলাটি আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সিরাজুল ইসলাম ও অমরেন্দ্রনাথ ঘোষ পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।