ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বারের সদস্যভুক্তির জন্য সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
সুপ্রিম কোর্ট বারের সদস্যভুক্তির জন্য সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

ঢাকা: ২০২২ সালে যেসব আইনজীবী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সনদ পেয়েছেন তাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হতে ৪ এপ্রিল থেকে সাক্ষাৎকার শুরু হবে।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বিজ্ঞপ্তি জারি করেছে।

 

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, যেসব অ্যাডভোকেট ২০২২ সালে হাইকোর্ট সনদ প্রাপ্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির জন্য আগামী ২৮ মার্চ পর্যন্ত ফরম বিতরণ এবং জমা দেওয়া যাবে।

যেসব আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ নেওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন এবং দেবেন শনিবার (৪ এপ্রিল) থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধারাবাহিকভাবে সমিতির সভাকক্ষে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।

শনিবার সকাল ১১টা থেকে এবং রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে সাক্ষাৎকার নেওয়া হবে।  

এসএমএসএর মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।