ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বারের এজিএম ২ এপ্রিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
সুপ্রিম কোর্ট বারের এজিএম ২ এপ্রিল

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন ২০২২-২০২৩ সেশনের সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের অডিট প্রতিবেদন এবং ২০২৩-২০২৪ সেশনের নবনির্বাচিত কমিটির ফলাফল ঘোষণা করা হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এতে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা আগামী ২ এপ্রিল, রোববার বিকেল সাড়ে তিনটায় সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এ সভার আলোচ্যসূচি হলো—সম্পাদকের ২০২২-২০২৩ সেশনের প্রতিবেদন উপস্থাপন, কোষাধ্যক্ষের অডিট রিপোর্ট উপস্থাপন, ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক, নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি ও নবনির্বাচিত সভাপতির ভাষণ এবং বিদায়ী সভাপতির বিদায়ী ভাষণ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।