ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

২০০ টাকা জরিমানায় মুক্ত সেই কালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
২০০ টাকা জরিমানায় মুক্ত সেই কালু

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজার এলাকায় লুক ডামান্তা নামের এক অস্ট্রেলিয়ান ব্লগারকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক হওয়া দোভাষী আব্দুল কালু জরিমানায় মুক্তি পেয়েছেন।  

সোমবার (০৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাকে ২০০ টাকা জরিমানা অনাদায়ে একদিনের কারাদণ্ড দেন।

 

জরিমানার টাকা পরিশোধ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে সোমবার সন্ধ্যায়ই তিনি মুক্ত হন।

রোববার (৩ এপ্রিল) রাতে তেজগাঁও থানা পুলিশের একটি টিম কালুকে আটক করে। সোমবার তার নামে ডিএমপি অ্যাক্টের ৭৭ ধারায় অভিযোগ এনে আদালতে হাজির করে পুলিশ। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করে নিলে ওই আইনের ১০০ ধারার বিধান অনুসারে আদালত তাকে ২০০ টাকা জরিমানায় মুক্তির আদেশ দেন৷
 
সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

সম্প্রতি হোটেল থেকে বের হয়ে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ব্লগ করছিলেন লুক ডামান্তা। এ সময় সাবলীল ইংরেজিতে তাকে স্বাগত জানান আব্দুল কালু।
তারপর রাস্তার পাশের ডিম কেক খান লুক ডামান্তা। দুটি ডিম কেক খাওয়ার পর তিনি ওই দোকানিকে ৫০০ টাকার নোট দিয়ে পুরোটা রেখে দিতে বলেন। কিন্তু কেকের দোকানি ইংরেজি না বুঝেননি। তখন কালু চালাকি করে দোকানিকে বলেন, ‌‘৫০০ টাকার মধ্যে ২৫০ টাকা রেখে বাকি বাকিটা আমাকে দিয়ে দিতে বলেছেন বিদেশি নাগরিক। পরে ২৫০ টাকা নিয়ে নেন তিনি।

টাকা নিয়েও ক্ষান্ত হননি কালু। তিনি লুকের পেছন পেছন চলতে থাকেন এবং তাকে উত্ত্যক্ত করতে থাকেন। শেষ পর্যন্ত লুক ডামান্তা মোবাইলে কল করার অভিনয় করে তার কাছ থেকে রেহাই পান।  

বৃদ্ধের আচরণে মহাবিরক্ত লুক সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘অ্যাভোয়েড দিস ম্যান ইন বাংলাদেশ। ’ এরপর অসংখ্য বাংলাদেশি তার পোস্টে ওই বৃদ্ধের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। বিষয়টি নজরে আসে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের। এরপর ট্যুরিস্ট পুলিশ তাকে আটক করে।  

আটকের খবরের পর লুক ফের একটি পোস্ট করেন ফেসবুকে। যেখানে তিনি লিখেন, সব দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ জানাই।  

ইউটিউবে ভিডিওটি পোস্ট করার পর থেকে আমি এক হাজারের মতো বাংলাদেশির কাছ থেকে বার্তা পেয়েছি, তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে আমার সফর দারুণ ছিল। কিন্তু প্রতিটি দেশেই কিছু খারাপ লোক থাকে। এ অল্প কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়বান, অতিথিপরায়ণ ও যত্নশীল বাঙালির প্রতিনিধিত্ব করে না।

অবশ্য কালুকে কষ্ট না দিতেও অনুরোধ করেন লুক। কালু সম্পর্কে তিনি লিখেছেন, আমার অনুরোধ, যদি ওই ব্যক্তিকে বাংলাদেশে দেখেন, দয়া করে তাকে কষ্ট দেবেন না বা কিছু বলবেন না। সবাই জীবনে ভুল করে এবং তার ফল ভোগ করে। দয়া করে তার সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে তার প্রতি যত্নশীল হোন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।