ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু: কাভার্ডভ্যান চালক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু: কাভার্ডভ্যান চালক কারাগারে

ঢাকা: রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজিদা আক্তার তামান্নার মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় কাভার্ডভ‍্যানের চালক শামীম মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।  

মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

গত ২ এপ্রিল এ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর মো. আকতার হোসেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩১ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানচাপায় মৃত্যু হয় সানজিদা আক্তার তামান্নার।

জানা যায়, তামান্না নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে করে লালবাগ হয়ে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন তিনি। লালবাগ বেড়িবাঁধ এলাকায় এলে একটি কাভার্ডভ‍্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছন থেকে সানজিদা পড়ে যায়। এ সময় ওই কাভার্ডভ‍্যানটি সানজিদার ওপর দিয়ে চলে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই শিক্ষার্থীর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসেটপুর এলাকায়। তিনি ওই এলাকার আবু তাহেরের মেয়ে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।