ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বারে ইফতার অনুষ্ঠানে ভাঙচুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
সুপ্রিম কোর্ট বারে ইফতার অনুষ্ঠানে ভাঙচুর

ঢাকা: সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির ইফতার অনুষ্ঠানে ভাঙচুর, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ ঘটনা ঘটে।

পরে অবশ্য চেয়ার-টেবিল ঠিক করে ইফতার অনুষ্ঠান সম্পন্ন করে আইন সমিতির নতুন কমিটি।

সমিতি ভবনের তিনটি হলরুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি। এ কমিটিকে অস্বীকার করে বিএনপিপন্থী আইনজীবীরা ইফতার আয়োজনের ব্যানার, চেয়ার-টেবিল ভাঙচুর করে।

বিকেল ৪টার দিকে সমিতির এডহক কমিটি সমর্থনকারী বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের ২ নম্বর হলরুমে ঢুকে আওয়ামীপন্থী কমিটির ব্যানার খুলতে গেলে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ভাঙচুর শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মুহূর্তেই তছনছ করে দেয় ইফতার আয়োজন। এর মধ্যে আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে এসে ধাওয়া করলে বিএনপিপন্থী আইনজীবীরা হলরুম ছেড়ে সমিতি ভবনের মূল ফটকে অবস্থান নেন। দুই পক্ষই মারমুখী অবস্থান নেয়।

ইফতারের কিছু আগে পরিস্থিতি শান্ত হলে ভাঙচুর করা হল গুছিয়ে ইফতার সম্পন্ন করে আইনজীবী সমিতি।  

ইফতার অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নাম থাকলেও অনুষ্ঠানে তিনি আসেননি। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলালসহ আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।