ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিলেন প্রধান বিচারপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিলেন প্রধান বিচারপতি

মেহেরপুর: বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) মেহেরপুরে সপরিবারে এক সংক্ষিপ্ত সফরে এসে দুপুরের দিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্টার (বিচার) এস কে এম তোফায়েল হাসান, জেলা ও দারয়া জাজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মো. রফিউল আলম, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. তহিদুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ এইচএম কবির হোসেন, সিনিয়র সহকারী জজ বেল্লাল হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার সেলিম রেজা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, বর্ণালী রানী, মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এদিকে এর আগে প্রধান বিচারপতি মুজিবনগর স্মৃতিসৌধে এসে পৌঁছালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে একটি গাছের চারা রোপণ করেন।

এর আগে বেলা সাড়ে ১০টার দিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মেহেরপুর জেলার আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবি সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্টার (বিচার) এস কে এম তোফায়েল হাসান, জেলা ও দারয়া জাজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মো. রফিউল আলম, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. তহিদুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, পিপি পল্লব ভট্টাচার্য, সিনিয়র আইনজীবী খন্দকার একরামুল হক হীরা, মিয়া জান আলী, মারুক আহমেদ বিজন, শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এসে পৌঁছালে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।