ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামে মোয়াজ্জেম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাট জেলা ও জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- আকরাম সাকিদার, হাবেজ উদ্দীন, মুক্তার হোসেন, এনজার হোসেন ও এনামুল হক। এদের মধ্যে হাবেজ উদ্দীন বিচার চলাকালীন সময়ে মারা গেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৭ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেনসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। সে সময় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা মোয়াজ্জেমসহ বেশ কয়েকজনকে অতর্কিত হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় মোয়াজ্জেমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে আক্কেলপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।  

জয়পুরহাটের কোর্ট ইন্সপেক্টর আব্দুল লতিফ জানান, এ মামলায় আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন ওই বছরের ৩০ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।