ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বিএনপি নেতা সপুকে জেল গেটে গ্রেপ্তার-হয়রানি না করার নির্দেশ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
বিএনপি নেতা সপুকে জেল গেটে গ্রেপ্তার-হয়রানি না করার নির্দেশ 

ঢাকা: বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুকে জামিন পাওয়ার পর সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ ছাড়া জেল গেটে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

তার করা রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৭ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল।  

আইনজীবীরা জানান, গত বছরের ৩০ নভেম্বর পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি ঢাকা থেকে মীর সরাফত আলী সপুকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় তিনি ১৬ ফেব্রুয়ারি জামিন পান। এরপর কারামুক্ত হওয়ার প্রাক্কালে কারা ফটক থেকে তাকে রমনা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যদিও গত ৫ ডিসেম্বর রমনা থানায় দায়ের করা ওই মামলার এফআইআরে তার নাম ছিল না।

এরপর ওই মামলায় গত ২২ মার্চ তিনি জামিন পান। জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার আগে আবার জেল গেট থেকে রমনা থানা ও পল্টন থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলা দুটির এফআইআরেও সপুর নাম ছিল না।

যেহেতু দুইবার জামিন পাওয়ার পরও এফআইআরে নাম না থাকা সত্ত্বেও সপুকে জেল গেটে বারবার গ্রেপ্তার দেখানো হয়, এ কারণে পরে আবার জামিন পাওয়ার পর পুনরায় অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আশঙ্কায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।