ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত ওই বেঞ্চে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং আইনের অধীন বিষয়াদিসহ ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল, রিভিশন, ফৌজদারি বিবিধ সংক্রান্ত মোকদ্দমা, এ সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ছাড়াও শুনানি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
টিএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।